প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রাজধানীর বুড়িগঙ্গার তীরে পুরান ঢাকায় শিঘ্রই চালু হচ্ছে চারটি স্ক্রিন নিয়ে আধুনিক সিনে থিয়েটার জয় লায়ন সিনেমাস। এটি প্রাচীন সিনেমা হল লায়ন-এর নতুন সংস্করণ। ইতোমধ্যেই এই আধুনিক সিনেমা হলটির বেশিরভাগ কাজ শেষ হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এখন সাজসজ্জার কাজ চলছে। এছাড়া বাকি সব কাজ স¤পন্ন হয়েছে। বাবুবাজার ব্রিজের উল্টো দিকে জয় লায়ন সিনেমাস। সেখানকার শপিং মলে মাল্টিপ্লেক্সটি চালু হচ্ছে। এর সাথে রয়েছে ফুডকোর্ট ও শপিং সেন্টার। সিনেমা হলটিতে থাকছে চারটি স্কিন। ২০০ করে মোট ৮০০ দর্শকের আসন রয়েছে। দুটি স্ক্রিনে চলবে হলিউডের ছবি, বাকি দুটিতে লোকাল সিনেমা। এখানে থ্রি-ডি সিনেমা দেখার ব্যবস্থাও রয়েছে। কর্তৃপক্ষ মনে করেন, ভালো পরিবেশ ও মানসম্মত কনটেন্ট দিলে দর্শক সিনেমা হলে আসবে। কর্তৃপক্ষ বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বিগত দশকগুলোতে সবকিছুতে আধুনিকতার ছোঁয়া লাগলেও সিনেমা হলের উন্নয়নে কোন কাজ হয়নি। অথচ স্বপরিবারে সিনেমা দেখাটা ছিল আমাদের ঐতিহ্য। জয়-লায়ন সিনেমাস ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তত হবে। এ লক্ষ্যে কাজ চলছে। সাজসজ্জার কাজ শেষ হলে বৈশাখেই সিনেমা হলটি চালু করা হবে। সম্ভব না হলে ঈদুল ফিতরে চালু করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।