Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক দিনের জন্য স্টার সিনেপ্লেক্সের বিশেষ অফার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ৭:৪২ পিএম

সিনেমাপ্রেমী দর্শকদের জন্য চমকপ্রদ খবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। একদিনের জন্য দর্শকদের বিশেষ অফার দিচ্ছে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। আকর্ষণীয় এই অফারে থাকছে, একটি টিকেট কিনলে আরেকটি টিকেট ফ্রি।

শুধুমাত্র ৫ নভেম্বর (মঙ্গলবার) এই অফারটি উপভোগ করতে পারবেন দর্শকরা। স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় চলমান সব সিনেমার জন্য এই অফার প্রযোজ্য থাকবে।

বর্তমানে হলিউডের সাড়া জাগানো ছবি জোকার, ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব এভিল, জোম্বিল্যান্ড: ডাবল ট্যাপ, টার্মিনেটর: ডার্ক ফেইট ছবিগুলো চলছে স্টার সিনেপ্লেক্সে। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি এবং মহাখালী এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় এই অফারে সিনেমাগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।

একদিনের এই বিশেষ অফার সম্পর্কে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের চাহিদা এবং সুযোগ- সুবিধাকে প্রাধান্য দেয়। দর্শকরা যেন নিজেদের কাঙ্খিত সিনেমাগুলো বাড়তি আনন্দ নিয়ে উপভোগ করতে পারেন সেজন্যই এমন অফার। দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। পথচলার শুরু থেকে দর্শকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলেছে স্টার সিনেপ্লেক্স। তাই দর্শকদের জন্য এ ধরণের অফার দিতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও এরকম আকর্ষণীয় বিভিন্ন অফার নিয়ে আসার চেষ্টা থাকবে আমাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টার সিনেপ্লেক্স


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ