Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় আজ থেকে সিনেপ্লেক্স চালু হচ্ছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

বগুড়ায় নতুন সিনেপ্লেক্স আজ থেকে চালু হচ্ছে। ইতোমধ্যে সিনেপ্লেক্সটি চালুর সকল প্রস্তুতি নেয়া হয়েছে। বগুড়ার পৌরসভা এলাকায় অত্যাধুনিক সাজসজ্জা ও সুবিধা সমৃদ্ধ মধুবন সিনেপ্লেক্সের যাত্রা শুরু হচ্ছে কলকাতার সিনেমা ‘বাজি’ মুক্তির মাধ্যমে। মানসম্মত দেশী সিনেমা না থাকায় আমদানিকৃত সিনেমা দিয়ে হলটি চালু করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এখানে হলিউডের সিনেমাও চালানো হবে। সিনেপ্লেক্সের পরিচালক রোকনুজ্জামান ইউনুস জানান, নিজস্ব মেশিনে ৩৩৬টি আসন থাকছে সিনেপ্লেক্সটিতে। টিকেট মূল্য থাকছে ১০০, ২০০ ও ৩০০ টাকা তিন ক্যাটাগরিতে। শিগগির চালু হবে ই-টিকেটিং। শুরুতে একটি স্ক্রিন নিয়ে যাত্রা শুরু করছে। পরবর্তীকালে স্ক্রিন বৃদ্ধির ইচ্ছে আছে। নিচতলায় থাকছে ফুডকোর্ট এবং উপর তলায় আধুনিক সিনে থিয়েটার। বাইরে রয়েছে যানবাহন পার্কিংয়ের সুব্যবস্থা। তিনি জানান, দেশের সিনেমা লাভ ম্যারেজ, আয়নাবাজি যখন হলটিতে মুক্তি দেয়া হয়েছিল, তখন এর নোংরা পরিবেশ, ভাঙা চেয়ার, গরমের মধ্যেও দর্শক এসেছিল। এরপর শিকারী, নবাব, ঢাকা অ্যাটাক দেখতেও দর্শক এসেছিল। তখনই ঠিক করেছিলাম হলটিকে আধুনিক সিনেপ্লেক্সে পরিণত করবো। আমি আমার কথা রেখেছি। তিনি জানান, ১৯৬৯ সালে মধুবন সিনেমা হল-এর ভিত্তি স্থাপন হলেও দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে চালু হয়। ৮০-৯০ এর দশকে সিনেমার রমরমা ব্যবসা হতো। তবে ধীরে ধীরে মানুষ হল বিমুখ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেপ্লেক্স চালু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ