বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইন্দুরকানীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে তানজিম আমিন নাঈম (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে পাড়েরহাট ইউনিয়নের টগড়া মোড়ে বাস ও মোটরসাইলে মুখোমুখি সংর্ঘষ ঘটে । জানা যায়, টগড়া ফেরীতে আসা পিরোজপুরগামী বাস-কুমিল্লা ০৪-০১০৮ ও অপর দিকে আসা মোটসাইকেলে থাকা নাঈম মুখোমুখি সংর্ঘষে বাসের নিচে চলে যাওয়ায় গুরুত্বর আহত। নাঈম ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ রুহুল আমিন হাওলাদারের ছেলে এবং ইন্দুরকানী সরকারী কলেজের বিএ ৩য় বর্ষের ছাত্র । টগড়া মোড়ে থাকা স্থানীয় জনগন ঘটনাস্থান থেকে তাৎক্ষনিক ভাবে নাঈমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে নেওয়ার পরে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । এলাকাবাসী জানান, বাস ও মোটরসাইকেলের দুইজনই কেউ সংকেত বা সিটি দেয় নাই তাই এ দুর্ঘটনা ঘটে ।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থান থেকে বাসটি আটক করি। । কাউকে গ্রেফতার করতে পারি নাই । নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে । মামলার প্রস্তুতি চলছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।