গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাজু শিকদার দৈনিক ইনকিলাবকে জানান, বুধবার সকাল পৌনে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহুর্তের মধ্যে বস্তির অসংখ্য ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আগুন চারদিকে ছড়িয়ে পরে।
পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ১৬ ও ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে। তাদের সঙ্গে সাধারণ মানুষও যে যার মতো পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এক পর্যায়ে আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে আসলে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।