মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নদিন ডোরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। এদিকে সরকারের সিনিয়র আর কোন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা সে ব্যাপারে উৎকন্ঠা বৃদ্ধি পেয়েছে। খবর এএফপি’র।
কনজারভেটিভ দলের এই আইন প্রণেতা বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমার করোনাভাইরাস ধরা পড়েছে। ফলে আমি অন্যদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছি।‘
তিনি আরো বলেন, স্বাস্থ্য কর্মকর্তারা জানার চেষ্টা করছেন কোথায় তিনি এ ভাইরাসে আক্রান্ত হলেন।
এ পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ৩৭০ জনেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রাজনীতিবিদ হলেন ডোরিস।
টাইমসের খবরে বলা হয়, তিনি প্রধানমন্ত্রী বোরিস জনসনসহ কয়েকশ’ লোকের সংস্পর্শে এসেছিলেন।
ওই সংবাদপত্র জানায়, করোনাভাইরাসের ঘোষণা দেয়া নথিপত্রে স্বাক্ষর করার সময় শুক্রবার তিনি অসুস্থতা অনুভব করেন। বাসস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।