Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিক্ষা সফরে এসে পদ্মায় ডুবল কলেজ ছাত্র

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

শিক্ষা সফরে কুষ্টিয়ার কুমারখালীতে রবীন্দ্ররাথের শিলাইদহ কুঠিবাড়িতে এসেছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থী। কিন্তু দুপুরে কয়েক শিক্ষার্থী শিক্ষকদের না জানিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে পড়ে।
এ সময় তাদের মধ্যে আহসান আবির নামের এক শিক্ষার্থী ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রাত নয়টার দিকে তার লাশ পাওয়া যায়। আহসান আবির যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামে।
কুমারখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের কর্মীরা দীর্ঘসময় চেষ্টা করেও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি। যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক তবিবুর রহমান জানান, সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ১৩১ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক শিক্ষা সফরে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে আসেন।
আসার আগেই শিক্ষার্থীদের বলা হয়েছিল একা একা কোথাও যাওয়া যাবে না এবং নদীতে যাওয়া যাবে না। কিন্তু কয়েকজন নিষেধ অমান্য করে পদ্মা নদীতে চলে যায়। শিলাইদহ খেয়াঘাট থেকে নৌকায় পদ্মা নদীর ওপারের চরে গিয়ে খেলাধুলা করে। বেলা দেড়টার দিকে ১৯ জন শিক্ষার্থী সেখানে গোসল করতে পানিতে নেমেছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ