Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসচাপায় সিরাজগঞ্জে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১১:০৫ এএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসিনুর রহমান দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের আবদুর রহমানের ছেলে ও মিরাজ উদ্দিন একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার এএসআই নাসির উদ্দীন জানান, মোটরসাইকেলে ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিলেন ওই দুজন। সোমবার রাতে কড্ডার মোড় এলাকার একটি আবাসিক হোটেলে রাত কাটিয়ে ফের মঙ্গলবার ভোরে দিনাজপুরের উদ্দেশে রওনা হন তারা।

উপজেলার কোনাবাড়ী এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসিনুর রহমানের মৃত্যু হয়।

গুরুতর অবস্থায় মিরাজ উদ্দিনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ