Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় যাত্রীবাসের চাপায় আল মাহমুদ ইমন (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার বন্ধু কৌশিক (২২) আহত হন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আব্দুর রব সরকারের ছেলে। তিনি ডেমরার বাঁশেরপুল এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে ইমন ছিল সবার ছোট।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃধাবাড়ি এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহি একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করেন ইমন। এ সময় চলন্ত বাসের সামনে স্লিপ করে পড়ে যান তিনি। তখন বাসটি তাদের চাপা দিলে ইমন ও কৌশিক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে ইমনকে মৃত ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটরসাইকেল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ