পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বাতিল হওয়ায় দেশবাসির দাবি পূরণ হয়েছে। আবার এদেশে মোদিকে আনার চেষ্টা করা হলে জনগণ রাজপথে নামবে। যে কোনো মূল্যে মোদিকে প্রতিহত করা হবে।
সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বাতিল হওয়ায় সমমনা ইসলামী দলসমূহ আহুত দেশব্যাপী মানবন্ধনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পুরানা পল্টনে সমমনা ইসলামী দলসমূহ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী এসব কথা বলেন ।
আয়োজিত সংবাদ সম্মেলনে আল্লামা নূর হোছাইন কাসেমীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি মনির আহমদ কাসেমী, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা আবদুল গাফফার ছয়ঘরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর হেলাল, মাওলানা মোহাম্মদ ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল ও অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান। সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের মহামারি থেকে বাংলাদেশসহ বিশ^বাসির হেফাজতের জন্য সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে আগামী ১৩ মার্চ শুক্রবার বাদ জুম্মা ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া মোনাজাতের কর্মসূচি ঘোষাণা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।