বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।
এর আগে গত রোববার দিনগত রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সাবেক উপজেলা আমীর আবু বকর সিদ্দিক (৬৮), জামায়াতকর্মী মোসলেম উদ্দিন (৩২) ও তার ভাই মোতালেব হোসেন (২৮)।
বোরহান উদ্দিন জানান, রোববার দিনগত রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সিংজানি গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সংগঠনের বই ও লিফলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।