Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে মসজিদে গুলিতে মুসল্লি আহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ফ্রান্সে একটি মসজিদে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় এক মুসল্লি আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনদোলু নিউজ এজেন্সি। এদিকে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ওই সশস্ত্র ব্যক্তি দেশটির রাজধানী প্যারিসের ‘রু দে তাংগের’ এলাকার ওই মসজিদের মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলি উদ্ধার করেছে। হামলাকারী বন্দুকধারী পালিয়ে গেছে বলে জানিয়েছে তারা। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলি উদ্ধার করেছে। হামলাকারী বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী হেলমেট পরা ছিলেন। এবং এলোপাতাড়ি গুলি চালিয়েই একটি স্কুটারে চড়ে পালিয়ে যায়। এ সময় মসজিদে ১১ জন অবস্থান করছিলেন। এদিকে এ ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির মুসলিম কমিউনিটি। কারণ গত কয়েক মাসে ফ্রান্সে এ নিয়ে কয়েকটি মসজিদে হামলার ঘটনা ঘটল। দেশটিতে মসজিদে ইসলামবিদ্বেষী হামলা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে দেশটিতে। এ ব্যাপারে সরকারের কাছে উদ্বেগের কথা জানিয়ে মসজিদ ও অন্যান্য ইসলামি কেন্দ্রের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠী। এ ছাড়া অন্যান্য ধর্মীয় স্থাপনার নিরাপত্তাও নিশ্চিত করতে অনুরোধ করেছেন তারা। কিছুদিন আগে উগ্র জঙ্গি গোষ্ঠী ফ্রান্সে ভয়াবহ হামলা চালায়। এরপর থেকে দেশটিতে ইসলাম বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। যে কারণে দেশটির মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নানা জায়গায় তাদের চাপের মুখে পড়তে হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরাক ও সিরিয়া থেকে জঙ্গি গোষ্ঠী দায়েশ নির্মূল হওয়ার পর ইউরোপীয় দেশগুলো থেকে ওই গোষ্ঠীতে যোগ দেয়া জঙ্গিরা এখন নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছে। সেখানে তারা নানা সহিংসতায় জড়িয়ে পড়ছেন। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ