মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক, তার ওপর শুরু হয়েছে সউদী নেতৃত্বাধীন ওপেকের সঙ্গে রাশিয়ার মতবিরোধের জেরে ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে অপরিশোধিত তেলের দাম। এর জেরে সোমবার জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরেও বড় ধস দেখা গেছে, দিনের শুরুতেই জাপানের নিক্কেই ২২৫-এর সূচক নেমে গেছে ৬ দশমিক ১ শতাংশ। বড় পতন ঘটেছে অস্ট্রেলিয়াতেও। এদিন দেশটির এএসএক্স ২০০-এর সূচক কমেছে প্রায় ৬ শতাংশ। করোনাভাইরাস আতঙ্কের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্ব বাজারে এরই মধ্যে পড়ে গেছে তেলের দাম, নিম্নমুখী প্রধান প্রধান সব শেয়ারবাজারও। সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রধান তিনটি সূচকেই দরপতন হয়েছে ১ দশমিক ৫ শতাংশের বেশি। অন্যদিকে, লন্ডনের এফটিএসই স‚চকের পতন গিয়ে ঠেকেছে প্রায় ২ দশমিক ৩ শতাংশ। এক্ষেত্রে চীনে যেসব প্রতিষ্ঠানের বিক্রি বেশি, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বাজারে তেল-গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান অয়েল সার্চের শেয়ারের দর কমে গেছে প্রায় ৩১ শতাংশ। সেখানে সান্তোসের দর পড়েছে অন্তত ২৭ শতাংশ। এছাড়া, চীনের সাংহাই কম্পোজিটের শেয়ারের দর কমেছে প্রায় ২ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং-এর সূচক কমেছে ৩ দশমিক ৭ শতাংশ। গত শনিবার বছরের প্রথম দুই মাসে বাণিজ্যিক লেনদেনের হিসাব প্রকাশ করেছে চীন। এসময়ে তাদের রফতানি কমে গেছে প্রায় ১৭ দশমিক ২ শতাংশ এবং আমদানি কমেছে ৪ শতাংশ। এতে নভেল করোনাভাইরাসের উৎস দেশটিতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ১ বিলিয়ন ডলার। করোনার প্রভাব পড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানেও। ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকের প্রবৃদ্ধি তাদের বার্ষিক প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ শতাংশের চেয়ে কম হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।