Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অল্পের জন্য রক্ষা পেলেন সুদানের প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

উত্তর আফ্রিকার দেশ সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে রাজধানী খার্তুমে গুপ্তহত্যার চেষ্টা হয়েছে। তবে অল্পের জন্য এই প্রধানমন্ত্রী বেঁচে গেছেন বলে সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আলী বাখিত এক বিবৃতিতে বলেছেন, রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ আহত হননি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদস্যরা আব্দাল্লাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। খার্তুম থেকে আল-জাজিরার প্রতিনিধি হিবা মর্গান বলেছেন, বিস্ফোরণের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর গাড়িবহর। কার্যালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী আব্দাল্লার গাড়িবহর আক্রান্ত হয়েছে। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী স্বীকার করেনি। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ