Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গাড়ি কিনে আলোচনায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন আরেকটি গাড়ি কিনেছেন। গত বছর কিনেছিলেন অত্যাধুনিক মডেলের ব্যয়বহুল গাড়ি অডি এ থ্রি। এবার কিনলেন টয়োটা সিএইচআর মডেলের গাড়ি। নীল রঙের এ গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে তিনি ফেসবুকে পোস্টও দিয়েছেন। ক্যাপশন দিয়েছেন ‘নিউ রাইড’। এ দুটি গাড়ি ছাড়াও টয়োটা এক্স করোলা মডেলের তার আরেকটি গাড়ি রয়েছে। এ নিয়ে তার গাড়ির সংখ্যা হলো তিন। অডি গাড়িটি কেনার পেছনে তার একটি শর্ত ছিল। বছর তিনেক আগে তিনি বলেছিলেন, অডি গাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়ে বিয়ে করবেন। গত বছর তিনি গাড়িটি কেনেন, তবে বিয়ে করেননি। বরং আরেকটি নতুন গাড়ি কিনেছেন। তার এ গাড়ি কেনা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বলছেন, ফারিয়ার ক্যারিয়ারে খুব বেশি সিনেমা মুক্তি পায়নি। হিট সিনেমাও তেমন একটা নেই। তারপরও তিনি একের পর এক গাড়ি কিনছেন কিভাবে? অনেকে তার অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলেছেন। অবশ্য এ নিয়ে ফারিয়া কোনো উত্তর দেনিন। উল্লেখ্য, ফারিয়া ঢাকা ও কলকাতার কিছু সিনেমায় অভিনয় করেছেন। গান গেয়ে মিউজিক ভিডিও প্রকাশ করছেন। এ সপ্তাহে শাকিবের বিপরীতে তার অভিনীত শাহেনশাহ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি সাড়া জাগাতে পারেনি। তবে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি আলোচিত হচ্ছেন।



 

Show all comments
  • মশিউর ইসলাম ১০ মার্চ, ২০২০, ১:২৫ এএম says : 0
    অবৈধ টাকায় কেনা গাড়ি নিয়ে কিসের এত ভাব।
    Total Reply(0) Reply
  • মেহেদী ১০ মার্চ, ২০২০, ১:২৬ এএম says : 0
    অভিনেত্রীদের আয়ও অনেকটা দেহব্যবসার মতো। কারণ দেহকে পূজি করে আয় করতে হয়।
    Total Reply(0) Reply
  • তরুন সাকা চৌধুরী ১০ মার্চ, ২০২০, ১:২৭ এএম says : 0
    আমি তো আলোচনার কিছু দেখছি না, আপনারা কিসের আলোচনা দেখছেন বুঝি না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুসরাত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ