Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজল অভিনীত ‘দেবী’র বিরুদ্ধে নকলের অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

প্রিয়াঙ্কা ব্যানার্জি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেবী’র বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছে চলচ্চিত্র নির্মাণের এক শিক্ষার্থী। এই শিক্ষার্থীর অভিযোগ ২০১৮তে মুক্তিপ্রাপ্ত তার ‘ফোর’ চলচ্চিত্রটিকে নকল করে কাজল, নেহা ধুপিয়া এবং শ্রুতি হাসন অভিনীত ‘দেবী’। নয়দাতে অবস্থিত এশিয়ান অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের ছাত্র অভিষেক রাই জানিয়েছেন ‘দেবী’ তার সাড়ে পাঁচ মিনিটের চলচ্চিত্র ‘ফোর’-এর নকল। অভিষেক রাই তার ফেসবুক পোস্টে লিখেছেন : “আমি একটি বিষয় সবার নজরে আনতে চাই, দুই বছর আগে ফিল্ম স্কুলে থাকা কালে আমরা আন্ডাকুরি প্রডাকশন তত্ত্বাবধানে ‘ফোর’ ফিল্মটি নির্মাণ করেছিলাম যা কয়েকজন ধর্ষণের শিকার নারীকে নিয়ে এক ঘরে তারা বসে থাকে যখন আরেকজন ধর্ষণের শিকার তাদের সঙ্গে যোগ দেয়। কয়েকদিন আগে লার্জশর্টফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘দেবী’ ফিল্মটি আপলোড করা হয়েছে যার সঙ্গে আমাদের ফিল্মের প্রচুর মিল আছে।” “অবশ্যই আমাদেরটি একটি স্টুডেন্ট ফিল্ম যার সামান্য শিল্প নির্দেশনা এবং বাজে অডিও আছে। তবে যাই হোক এটি আমাদের ভাবনার সন্তান। একজনের ভাবনার ফসল আরেকজন তুলে নেবে এমনটি খুব নিষ্ঠুর। এটি এশিয়ান অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের মেধা স্বত্ব,” পোস্টে আরও উল্লেখ করা হয়। অভিষেক জানিয়েছেন তিনি আইনি ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেবী

১৬ আগস্ট, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ