মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বলিউডের হার্টথ্রব, সুপারস্টার নায়িকা শ্রীদেবীকে হত্যা করা হয়েছে বলে মনে করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি সুব্রামনিয়ান স্বামী। তিনি এই মহান শিল্পীর মৃত্যুতে সংশয় প্রকাশ করেছেন। বলেছেন, শ্রীদেবীতো কখনো ভারি পানীয় পান করতেন না। কিভাবে তার শরীরে এমন পানীয় এলো। এ খবর দিয়েছে ভারতের টেলিভিশন চ্যানেল নিউজএক্স। অপরদিকে দুবাই পুলিশ শুরু করেছে তদন্ত। তারা শ্রীদেবীর ফোন কল লিস্ট যাচাই করে দেখছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুবাই ছাড়তে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার স্বামী ও পরিচালক বনি কাপুরকে। তাকে জিজ্ঞাসাবাদের খবর ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হলেও খালিজ টাইমস তা অস্বীকার করছে। তারা বলছে, বনি কাপুরকে রোববারের পর আর জিজ্ঞাসাবাদ করা হয়নি। ওদিকে শ্রীদেবীর মৃত্যুকে ‘অস্বাভাবিক’ ধরে তদন্ত শুরু হওয়ায় তার লাশ এখনই ভারতে আনার অনুমতি দিচ্ছে না দুবাই কর্তৃপক্ষ। তার লাশ রাখা হয়েছে আল কুসেইস মর্গে। দুবাইয়ের জুমেইরা এমিরেটস টাওয়ারের ২২০১ নম্বর কক্ষে বাথটাবে ডুবে শনিবার দিবাগত রাতে মারা যান শ্রীদেবী। তার শরীরে এলকোহলের উপস্থিতি পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, এলকোহল পান করায় বাথটাবের ভিতর অচেতন হয়ে পড়েছিলেন তিনি। সে অবস্থায়ই মারা যান। চ্যানেল নিউজএক্স, টাইমস অব ইন্ডিয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।