প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করণ জোহরের বিরুদ্ধে স্বজনপ্রীতির মারাত্মক অভিযোগ আছে এটা যেমন সত্য তেমনি বলিউডের বর্তমান প্রজন্মের অনেক তারকাকে তিনিই যে পথ দেখিয়েছেন তাও কেউ অস্বীকার করতে পারবে না। এই বছর ‘ধাড়াক’ ফিল্মটি দিয়ে ঈশান খাট্টার আর জাহ্নবী কাপুরকে পরিচয় করিয়ে দেবার পর তিনি এবার বলিউড তারকা শ্রীদেবীর আরেক কন্যা খুশি কাপুরকেও ২০১৯ সালে চলচ্চিত্রে আনছেন। নেহা ধুপিয়ার রেডিও অনুষ্ঠানে তিনি জানান তিনি শ্রীদেবী ও বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশিকে চলচ্চিত্রে পরিচয় করিয়ে দেবেন আর তার জুটি হবে অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান। তিনি বলেন, ‘মিজানের দারুণ সম্ভাবনা আছে। সে একজন বড় তারকা হবে আর তার নাচের দক্ষতাও অতুলনীয়। খুশিরও সম্ভাবনা আছে; সে দেখতে সুন্দর আর মিষ্টি।” তারকা সন্তান হিসেবে খুশির কথা অনেক শোনা গেছে তবে মিজান এতদিন অলক্ষ্যেই ছিলেন। নতুন জুটি হিসেবে তাদের ভাল সম্ভাবনা আছে। খুশি একসময় মডেল হতে চেয়েছিলেন তবে চলচ্চিত্র শিল্পের সঙ্গে আজন্ম সম্পর্ক বলেই বোধ হয় শেষে এই পেশাকেই তিনি বেছে নিয়েছেন। জানা যায় তার মায়ের মৃত্যুর সময় সবসময় তিনি জাহ্নবীর পাশে ছিলেন। করণ অচিরেই জাহ্নবী কাপুর, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, রণবীর সিং আর ভূমি পেদনেকারকে নিয়ে ‘তখত’ ফিল্মের পরিচালনায় ফিরবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।