করোনাভাইরাস এর বিস্তার প্রতিরোধে পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ প্রদেশ কাতিফকে অবরুদ্ধ করেছে সউদী আরব সরকার। ইতিমধ্যেই ১১ জন
করোনাভাইরাস রোগী চিহ্নিত হয়েছে কাতিফ এলাকায়, ফলে এই এলাকাতে প্রবেশ ও বর্হিগমন অবরুদ্ধ করেছে সরকার। রোববার সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইতিমধ্যেই ১১ জন
করোনাভাইরাসের রোগীর সন্ধান পাওয়া গেছে সউদী আরবে, এবং এই ১১ জনই কাতিফ এলাকার অধিবাসী। কাতিফে বসবাসকারীরা যারা অন্যান্য এলাকায় আছেন, তারা কাতিফে প্রবেশ করতে পারবেন, কিন্তু কাতিফ এলাকা থেকে কেউ বের হতে পারবেন না।
গত রবিবারে এক ঘোষণায় এই সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা পর্যন্ত এই এলাকায় সকল সরকারি ও বেসরকারি কর্মপ্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ থাকবে। তবে ফার্মেসী, হসপিটাল, সিকিউরিটি সার্ভিস, দোকানপাট, গ্যাস স্টেশন- এগুলো খোলা থাকবে।
সউদীতে এ পর্যন্ত আক্রান্ত ১১ জনের সবাই হয় ইরান সফর করে এসেছিলেন কিংবা ইরান থেকে যারা ফিরেছেন তাদের সংস্পর্শে গিয়েছিলেন। কাতিফের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া সম্প্রদায়ের। শিয়াদের ধর্মীয় পবিত্র স্থানগুলো ইরানে হওয়ায় তার দেশটিতে সফর করে থাকেন।