Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০০ এএম

টঙ্গী রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার আব্দুল ওয়াদুদ পাটোয়ারীর ছেলে। সে চট্টগ্রামে একটি পেইন্ট (রঙ) কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল।

জানা যায়, চট্টগ্রাম থেকে ট্রেনে করে ঢাকায় আসছিল রাকিবুল ইসলাম। রাত ১০টার দিকে টঙ্গী রেল স্টেশনে এসে পৌঁছা মাত্রই ছিনতাইকারীরা তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাকিবুল ইসলাম ছিনতাইকারীদের ধরতে ধাওয়া করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে গুরুতর অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার এসআই শাহীন মোল্লা জানান, ছিনতাইকারীদের আটক করতে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাইকারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ