মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কলকাতার রেল স্টেশন, বিমানবন্দর সব জায়গাতেই যাত্রীদের করোনা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই তালিকায় বাদ নেই মেট্রোও। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর পক্ষ থেকে যাত্রীদের সতর্ক করতে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেই স্পষ্ট বলা হয়েছে, ‘চুমু খাবেন না।’ -আনন্দবাজার
ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৯১টি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। এক লক্ষেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ভারতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । নোভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন সেই বৈঠকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগাম ব্যবস্থা হিসেবে কলকাতার সবকটি সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের প্রায় সমস্ত জেলা হাসপাতালেই করোনা চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হচ্ছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।