Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে সমাবেশ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০০ এএম

দেশব্যাপী চাল, ডাল, তেল, ঔষধসহ নিত্যপণ্য ও বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ। বরিশাল জেলা কমিটির উদ্যোগে গতকাল নগরীর টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ও বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক দেশিয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করে বলেন, অসা¤প্রদায়িক বাংলার মাটিতে ভারতের স¤প্রদায়িক মানুষ হত্যাকারীকে মুজিববর্ষে এনে জাতির জনকের বর্ষকে সরকার কলংকিত করছে। সরকার জনস্বার্থকে উপেক্ষা করে কতিপয় লোকের অবাধ লুটপাটের স্বার্থে জ্বালানি খাতে দায়মুক্তির আইন ও বিদ্যুতের দাম বৃদ্ধির আইন প্রণয়ন করেছে। ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই মন্ডল, নজরুল ইসলাম, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, ভাইস-প্রিন্সিপাল হারুন অর রসিদ, কমরেড অধ্যাপক বিরেন্দ নাথ রায়, কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও কমরেড অ্যাডভোকেট খালিদ বীন ওয়াহিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ