Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে ডাক্তারের জেল-জরিমানা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

ঝালকাঠির রাজাপুরের সোহাগ ক্লিনিকে অভিযান চালিয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনকৃত না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেয়ার অপরাধে আবু মোহাম্মদ জুবায়ের ইমরান নামে এক ভুয়া চিকিৎসককে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দন্ড প্রদান করেন। আবু মোহাম্মদ জুবায়ের ইমরান বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতমোর এলাকার মো. সেকান্দার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চিকিৎসক পরিচয়দানকারী আবু মোহাম্মদ জুবায়ের ইমরান চীন থেকে এমবিবিএস পাশ করে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন করেননি। এ নিবন্ধন ছাড়া কেউ ডাক্তার পরিচয় দিতে পারবেন না বলে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাক্তার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ