প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের পাঁচটি ফিল্ম মুক্তি পেয়েছে গত শুক্রবার। ফিল্মগুলো- ‘থাপ্পড়’, ‘হন্টেড হিলস’, ‘ও পুষ্পা, আই হেইট টিয়ার্স’, ‘দূরদর্শন’ এবং ‘গানস অফ বেনারস’। এর মধ্যে ‘থাপ্পড়’এবং ‘দূরদর্শন’ আয়ে হোক বা প্রশংসায় আলোচনায় এসেছে, ‘থাপ্পড়’ খুব প্রশংসা পাচ্ছে। অনুভব সিনহার পরিচালনায় ড্রামা ফিল্ম ‘থাপ্পড়’-এ অভিনয় করেছেন তাপসী পান্নু, পাবাইল গুলেতি, রত্না পাঠক, তন্বী আজমি, দিয়া মির্জা, রাম কাপুর, কুমুদ মিশ্র, মানব কৌল। প্রথম দিন ফিল্মটি আয় করেছে ৩.০৭ কোটি রুপি। পরের দুদিনের আয় যথাক্রমে ৫.০৫ কোটি রুপি এবং ৬.৫৪ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ১৪.৬৬ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ২.২৬ কোটি রুপি। রেটিং পাঁচে সাড়ে চার। কমেডি ফিল্ম ‘দূরদর্শন’পরিচালনা করেছেন গগন পুরি, মাহি গিল, মনু ঋষি চাদা, ডলি আহলুওয়ালিয়া, শার্দুল রানা এবং সিপ্রিয়া শুক্লা অভিনয় করেছেন। শুক্রবারে আয় ০.৭৬ কোটি রুপি। সোমবার পর্যন্ত আয় ২.০৬ কোটি রুপি। রেটিং পাঁচে আড়াই। ‘শুভ মঙ্গল জেয়াদা সাবধান’ এ পর্যন্ত আয় করেছে ৫২ কোটি রুপি। ‘ভূত :পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ’ আয় করেছে ২৮ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।