Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এক থাপ্পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : এক থাপ্পড়ে জীবন খেলা সাঙ্গ হয়ে গেছে আজাদুজ্জামান (৫০) নামে এক রাজমিস্ত্রীর। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদী রেলস্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামের চাঁন মিয়ার পুত্র আজাদুজ্জামান রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। সে প্রায় প্রতিদিন অন্যান্য নির্মাণ শ্রমিদের সাথে ট্রেনযোগে রায়পুরা থেকে নরসিংদী গিয়ে বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর কাজ করে। গতকাল দুপুরে কাজ শেষ করে আজাদুজ্জামান তার বন্দুরা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। তারা দুপুরে নরসিংদী রেলস্টেশনে পৌছে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। এসময় সেখানে পাওনা টাকা নিয়ে তার এক সতীর্থ রাজমিস্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। উত্তেজনা এক মুহূর্তে সহযোগী রাজমিস্ত্রী তার কান মাথা ও চোয়াল বরাবর প্রচÐ এক থাপ্পড় মারে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। এসময় সাথের অন্যান্য লোকজন তাকে দ্রæত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ডাক্তারগণ জানিয়েছেন, থাপ্পড়ের প্রচÐতায় তার মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। সরকার বাকশালী কায়দায়

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক থাপ্পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ