মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুপার টুইসডে পাল্টে দিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের দৃশ্যপট। ১৪টি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট ডেলিগেটদের মতামতে বার্নি স্যান্ডার্সকে পেছনে ফেলেছেন জো বাইডেন। নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থীর সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করতে ডেমোক্র্যাট দল থেকে এখন পর্যন্ত ৮১ ভোটে এগিয়ে আছেন তিনি। মঙ্গলবারের ভোটাভুটিতে ১৪টি অঙ্গরাজ্যের অর্ধেকেই জয় পান বাইডেন। আমেরিকার প্রাক্তন এই ভাইস-প্রেসিডেন্ট মিনেসোটা, ওকলাহোমা, আরকানসাস, অ্যালাবামা, টেনেসি, নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ার ডেলিগেটদের নিজের পক্ষে টানতে সক্ষম হয়েছেন। তার পরেই আছেন ২৯৪ ভোট পাওয়া বার্নি স্যান্ডার্স। মার্কিন এই সিনেটর কলোরাডো, উটাহ এবং তার নিজ রাজ্য ভারমন্টে জয়লাভ করেন। নিউইয়র্কের সাবেক মেয়র ও বিলিয়নেয়ার ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ রয়েছেন তৃতীয় অবস্থানে। তবে তার ঝুলিতে আছে মাত্র ৩২ ভোট। এদিকে দলীয় মনোনয়নের দৌড় থেকে নাম প্রত্যাহার করা সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটিজেজও পাচ্ছেন সমর্থন। তবে সুপার টিউসডের ফলাফলে একটা বিষয় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, ডেমোক্র্যাট মনোনয়নের দৌড় এখন দুই ঘোড়ায় সীমাবদ্ধ। লড়াই হবে বাইডেন আর স্যান্ডার্সের মধ্যে। অন্য সবার চেয়ে কম জনবল ও তহবিল নিয়ে প্রচারণায় নামেন জো বাইডেন। রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।