মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাইরের যে কোনো আক্রমণ থেকে সিরিয়াকে সুরক্ষিত রাখতে আসাদ সরকারকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিল করেছিল রাশিয়া। এবার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে তুরস্ক। এতে ওই ব্যবস্থাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, রাশিয়ার দেয়া সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে তুরস্ক। ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়। মঙ্গলবার এই হামলার ভিডিও প্রকাশ করে তুর্কি কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারাকিব শহরে প্যান্টসির এস-১ নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায় তুর্কি ড্রোন। এতে রুশ ওই প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এর আগে অন্য একটি প্যান্টসির প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ভিডিও প্রকাশ করেছিল তুরস্ক। এর মাধ্যমে তুরস্কের হামলায় রাশিয়ার দেয়া দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের তথ্য সামনে এলো। তবে তুরস্কের সামরিকবাহিনী আরও বেশ কয়েকটি রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, ব্যয়বহুল এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে তুরস্কের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হবে রাশিয়া। এর প্রতিশোধ নিতে তুর্কিবাহিনীর ওপর যে কোনো সময় বিমান হামলা চালাতে পারে রুশ সামরিকবাহিনী। সবমিলিয়ে এর ফলাফল ভয়ংকর হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।