Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদাবর-কদমতলী থেকে ৮ জন গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর আদাবর থানা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলোÑ বিল্লাল (২২), রবিন (১৯), সুমন ওরফে ওয়ান পিস সুমন (৩৫), জনি (২৩) ও আল আমিন (৩২)। তাদের কাছ থেকে ৫টি চাপাতি উদ্ধার করা হয়। সোমবার রাতে আদাবর থানার সুনিবিড় হাউজিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবির গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি দল।
ডিবির পশ্চিম বিভাগের এডিসি মো. আনিচ উদ্দীন বলেন, আদাবর থানার সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবির পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। তাদের বিরুদ্ধে আদাবর থানায় মামলা করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলো-জনি বেপারী (২২), মো. শাহীন (২৩) ও মিণ্টু (২৫)।
র‌্যাব-১০ এর (সিপিসি-১) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান, সোমবার রাতে রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রেরর তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু, দু’টি মোবাইল, নগদ দুই হাজার ৪৪৫ টাকা জব্দ করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলীসহ আশপাশ এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ