Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িগঙ্গার তীরে বিআইডব্লিউটিএ-এর অভিযানে ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ৮:৩৭ পিএম

বিআইডব্লিউটিএ এর উচ্ছেদ অভিযানে বুড়িগঙ্গা নদীর তীরে সংসদ সদস্য আসলামুল হকের মাইশা পাওয়ার প্লান্টসহ ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার (০৩মার্চ) বুড়িগঙ্গা ও তুরাগ নদীর সংযোগস্থল চরওয়াশপুর এলাকায় বছিলা সেতুর পাশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলে। উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে ছিল পাকা একতলা ভবন ০৩ টি , পাকা দেয়াল ১০টি,অন্যান্য স্থাপনা ১০টি । উচ্ছেদ অভিযানের সময় অবৈধ দখলদারদের হাত থেকে ৩ একর জমি উদ্ধার করা হয় এবং ২লক্ষ ৫০হাজার টাকা জরিমানাও আদায় করা হয় । এই উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন উপসচিব ও বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান হাকিম। উচ্ছেদ অভিযানে বাঁধা দেয়ার কারনে মাইশা পাওয়ার প্লান্টের এক কর্মকর্তাকেও আটক করা হয়।
এই উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম বলেন, আজকের উচ্ছেদ অভিযানে বুড়িগঙ্গার দখলকৃত তিন একর জমি উদ্ধার করা হয়। দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবেই। কে বা কারা দখল করেছে সেটি দেখা হচ্ছে না বরং নদীর তীর দখলমুক্ত করাই বিআইডব্লিউটিএর মূল উদ্দেশ্য। বিআইডব্লিউটিএ-এর ঢাকা নদীবন্দরের যুগ্ন পরিচালক ও নদী বন্দর নিয়ন্ত্রন কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন বলেন,বুড়িগঙ্গাকে দুষন ও দখলমুক্ত করার চলমান এই উচ্ছেদ অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগনদীর সংযোগস্থল চরওয়াশপুর এলাকায় ২৩ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলকারী যতই ক্ষমতাবান হোক না কেন তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা আইন মেনেই হাইকোর্টের আদেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি । আইনের চোখে সবাই সমান ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ অভিযান

১৮ অক্টোবর, ২০২২
২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১
১৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ