মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের আপত্তির মুখেও সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর সারাকিবে সেনা মোতায়েন করেছে রাশিয়া। সোমবার (২ মার্চ) ওই অঞ্চলে সেনা মোতায়েন করে রুশ কর্তৃপক্ষ। ফলে সেখানে চরম উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, সারাকিব শহর নিয়ন্ত্রণে রাখতে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে তুরস্কের সঙ্গে রাশিয়ার আরও বেশি দূরত্ব তৈরি হবে।
সারাকিবে রুশ সেনা মোতায়েনের ফলে ওই অঞ্চলে আর বিমান হামলা চালাতে পারবে না তুর্কি সামরিকবাহিনী। কারণ, তুরস্কের বিমান হামলায় কোনো রুশ সেনা নিহত হলে পুরো পরিস্থিতিই পাল্টে যাবে। তখন হয়তো রাশিয়া সরাসরি তুরস্কের সঙ্গে সংঘর্ষে জড়াবে, যা আপাতত চাচ্ছে না তুর্কি প্রশাসন।
এ সম্পর্কে রজব তাইয়্যেব এরদোগান বলেন, সিরিয়ায় ইরান কিংবা রাশিয়া কারো ওপরই হামলা চালাবে না তুরস্ক। ইরান কিংবা রাশিয়া আমাদের টার্গেট নয়। আমাদের একমাত্র টার্গেট সিরিয়ার সামরিকবাহিনী। তাদের সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে।
তুরস্কের অপারেশন ‘স্প্রিং শিল্ড’ সম্পর্কে এরদোগান বলেন, আমাদের ৩৪ সেনা নিহত হওয়ার পর এই অভিযান শুরু করি আমরা। এতে আসাদ সরকারের ব্যাপক ক্ষতি হবে। আমরা তুর্কি সেনাদের প্রতি ফোঁটা রক্তের দাম নেব। আসাদ সরকারের সব হামলার জবাব দেওয়া হবে। সেই জবাব কেবল শুরু হয়েছে। সূত্র: ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।