Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রলির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ২:২৬ পিএম

নাটোর সদরের জংলি রেলক্রসিংয়ে পাওয়ার ট্রলির সঙ্গে ধাক্কা লেগে এক ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে পাওয়ার ট্রলি থেকে ছিটকে পড়ে দুই আরোহী আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে জংলি রেলক্রসিংয়ে অদূরে কৈগাড়ি কৃষ্টপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাটোরের স্টেশন মাস্টার অশোক কুমার। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে কৈগাড়ি কৃষ্টপুরে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় এক পাওয়ার ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রেনটি প্রায় ৩/৪শ গজ দূরে টেনে গিয়ে থেমে যায়। ফলে ট্রেনে যাত্রীরা আটকা পড়েন এবং এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ