Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুত-পানির বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে সিপিবির সমাবেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি (মার্কসবাদী)। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার ইচ্ছা করলে দাম আরও কমাতে পারবে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্তের জীবন ধারণ কঠিন হয়ে দাঁড়িয়েছে, তার ওপর বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ বলেন, সরকার অযাচিতভাবে পানি ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। পানি ও বিদ্যুতের সেক্টরে যে পরিমাণ লুটপাট, দুর্নীতি, অরাজকতা ও অব্যবস্থাপনা চলছে, সেগুলো বন্ধ করলে দাম বাড়াতে হবে না। তিনি বলেন, এ সরকার জনগণের নয়। তারা সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে রাতের আঁধারে ক্ষমতায় এসেছে। তাই তাদের খেয়াল খুশি মতো দফায় দফায় গ্যাস-পানি-বিদ্যুতের দাম বাড়াচ্ছে। পানি ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকার প্রত্যাহার না করলে অবিলম্বে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করে সিপিবির সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ। এসময় বক্তব্য রাখেন এসডিপির আহŸায়ক কমরেড আবুল কালাম আজাদ, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আল খালিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ