নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছেন- ‘মাশরাফিকে বেশি খোঁচাচ্ছিলেন আপনারা’। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়াডে সিরিজের প্রথম ম্যাচের মধ্য বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথাটি বলেন পাপন। আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। যার রেশ ছিল কালও। এদিন সংবাদকর্মীরা মাশরাফি প্রসঙ্গ তুলতেই বিসিবি প্রধান বলেন,‘ওর (মাশরাফি) প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে আপনারা একটু বেশি খোঁচাচ্ছিলেন ওকে।’ পাপন যোগ করেন,‘ এরকম একটা সময় (অবসরে যাওয়ার আগের সময়), যখন আপনাদের ওর পাশে থাকা উচিত সেই জায়গায় মনে হচ্ছে আপনারা ওকে কষ্ট বেশি দিয়ে দিচ্ছেন। এসব নিয়ে আলাপ করা উচিতই না আমাদের। ও বলে দিয়েছে ও কি চায়।’ বোর্ড প্রধান পরিস্কার করে দেন নিজের অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন মাশরাফি নিজেই। আর অধিনায়কত্বের ব্যাপারে সিদ্ধাস্ত নেবে বোর্ড। পাপনের কথায়, ‘পরবর্তী অধিনায়ক কে হবে বোর্ড চূড়ান্ত করবে। যখন যাকে মনে হয় তাকে নির্বাচন করবে। ও (মাশরাফি) কখন অবসর নিবে সেটা সে নিজেই ঠিক করবে। তাকে সিদ্ধান্ত নিতে দিন। আমার মনে হয় এখানেই শেষ করা উচিত।’
বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান ও অধিনায়কত্ব নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘খেলোয়াড় হিসেবে সাকিবের কোনো বিকল্প নেই। অধিনায়ক হিসেবে মাশরাফির কোনো বিকল্প নেই । মাশরাফির অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। আপনারা খেয়াল করেছেন মাশরাফিকে যে পরিমাণে আমরা চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য সেটা কিন্তু অনেকের বেলায় করিনি। মুশফিককে বাদ দিয়ে যখন মাশরাফিকে অধিনায়ক করি তখন কিন্তু কাউকে জিজ্ঞেস করিনি। মাশরাফির ব্যাপারটা ভিন্ন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।