মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শনিবার ইদলিব ও আলেপ্পোতে তুরস্কের ড্রোন হামলায় তিন কমান্ডারসহ ২৬ সিরীয় সেনা ও ৯ হিজবুল্লাহর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়্যার। -সাবাহ, সৌদি গেজেট
শুক্রবার রাতে ইদলিবের সারাকিব শহরের কাছে হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলায় আরও ২৭ জন আহত হন। শনিবার এ বাহিনীর এক কমান্ডার এ তথ্য জানান। ওই কমান্ডার জানান, সম্প্রতি তুরস্ক তাদের উপর স্মার্ট মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার রোববার বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ইদলিবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে বিদ্রোহী দমনে সেখানে যুদ্ধ করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনী।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়্যেব এরদোগান শনিবার তুরস্কের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইদলিব পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেন। সেখানে বিদ্রোহ দমনে পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেন তারা।
পুতিনকে এরদোগান বলেন, সেখানে আমরা বাসার আল-আসাদের আমন্ত্রণে যাইনি। আমরা গিয়েছিলাম সেখানকার জনগণের অনুরোধে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।