বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসার অধ্যক্ষ আবুল মাও. আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে। রোববার ভোরে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কচুয়ায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
আবুল কালাম আজাদ হাজীগঞ্জ উপজেলার পাঁচই কাজী বাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের আবুল বাসারের ছেলে। জীবদ্দশায় তিনি হাজীগঞ্জের বলাখাল নুরে মদিনা নেছারিয়া আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও কচুয়ার ফতেহপুর (ফাজিল) স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
মৃত আবুল কালাম আজাদের ছোট ভাই আবদুল আউয়াল জানান, গত ২৮ ফেব্রুয়ারি তিনি (ভাই) মাদ্রাসায় যাওয়ার সময় কচুয়ায় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি দেখে ঢাকায় স্থানাস্তর করেন চিকিৎসক। সেখানে নেয়ার পথেই অধ্যক্ষ আবুল কালাম আজাদের মৃত্যু হয়। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।