Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর দিলু রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ জান্নাতুল ফেরদৌস মারা গেছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১:৪০ পিএম

রাজধানীর নিউ ইস্কাটন এলাকার দিলু রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ স্বামী-স্ত্রীর মধ্যে স্ত্রী জান্নাতুল ফেরদৌস মারা গেছে। আজ রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার দিন আগুনে দগ্ধ হয়ে মারা যায় এই দম্পতির একমাত্র সন্তান রুশদী। জান্নাতুল ফেরদৌসীর মৃত্যুর পর ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত চারজনের মৃত্যু হলো।

গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর নিউ ইস্কাটনে দিলু রোডের একটি পাঁচতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন দগ্ধ হয়ে মারা যান আব্দুল কাদের লিটন (৪৫), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফরিন জান্নাত জুথি (১৭) এবং শিশু রুশদী (৫)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ