বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় একই পরিবারের আটজন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. কিরণ মিয়া (৪৫)। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। কিরণের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
নিহত কিরণ নরসিংদী জেলার শিবপুর থানার ইটখোলা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। ঢামেক পুলিশ ক্যাম্পে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ঢামেক মর্গে রয়েছে।
এর আগে সোমরার দুপুরে মারা যান কিরণের মা নূরজাহান বেগম। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।