গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় এসি থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬) মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত পিয়াস সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। সাংবাদিক নান্নু আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নান্নু ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি গ্লোবাল টিভিতে কর্মরত রয়েছেন।
পিয়াসের খালা সুমাইয়া রহমান জানান তারা বাড্ডার আফতাবনগরে ১০ তলা একটি ভবনের ১০ম তলায় থাকেন। সকালে পিয়াস একাই ঘরে ছিলেন। ভোর ৬টার দিকে আগুন লাগে।
সকাল ৭টার দিকে পিয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।