পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে আগামী ৬ মার্চ শুক্রবার সারাদেশে বিক্ষোভ এবং ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সমমনা ইসলামী দলসমূহ।
গতকাল শনিবার বাদ যোহর বারিধারাস্থ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীর দলীয় কার্যালয়ে ইসলামী দলসমূহের জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আল্লামা নূর হোছাইন কাসেমীর সভাপতিত্বে সমমনা ইসলামী দলসমূহের অনুষ্ঠিত এ বৈঠকে বলা হয়, দিল্লীতে গণহত্যা,মসজিদ ও মুসলমানদের ঘর বাড়ীতে অগ্নিসংযোগ এবং মুসলিম হত্যার মূল খলনায়ক নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন প্রতিহত করতে আগামী ৬ মার্চ শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও ঢাকায় গণমিছিলের কর্মসূচি পালন করা হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে গণমিছিল বের করা হবে।
শুক্রবারের গণমিছিল বাস্তবায়নের লক্ষ্যে ২ মার্চ মোহাম্মদপুর, ৩ মার্চ মিরপুর, ৪ মার্চ যাত্রাবাড়ীসহ বিভিন্ন জোন ভিত্তিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসূফী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোস্তফা তারেকুল হাসান ও ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হুসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, মাওলানা জয়নুল আবেদীন ও মাওলানা ফয়সল আহমদ।
সভাপতির বক্তব্যে জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, যে নরেন্দ্র মোদির প্রত্যক্ষ মদদে ভারতের পুলিশ এবং উগ্র হিন্দুরা দিল্লিতে মুসলিম গণহত্যা চালিয়েছে মুসলমানদের ঘর বাড়ী মসজিদ মাদরাসায় অগ্নিসংযোগ করেছে সেই নরেন্দ্র মোদি বাংলাদেশের মাটিতে পা রাখবে ধর্মপ্রাণ মানুষ তা বরদাস্ত করবে না।
ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যাতে বাংলাদেশে আসতে না পারে এ জন্য আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবো।
তিনি বলেন, আমরা চাই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। জমিয়ত মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি মোদির সফর বাতিল না করে, তাহলে দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষকে ঈমানী চেতনাবোধ, দেশপ্রেম ও মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে রাজপথের আন্দোলনে জোরদার অংশ গ্রহণ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।