রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদরের আলহাজ শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের পিছনে মামা-বাগিনা মৎস্য খামের একটি পুকুরের ৮ লাখ টাকার মাছ অজ্ঞাত রোগে মারা গেছে।
জানা যায়, উপজেলার সদর পৌর সভার নোয়াপাড়া গ্রামের আনিছুর রহমান, জাইদুল ইসলাম ও মনিরুজ্জামান খোকনের যৌথ মালিকানায় ১২০ শতাংশ জমির উপর মৎস্য চাষ শুরু করেন। মাছগুলোর বয়স ৫/৬ মাস হয়ে গেছে।
এরই মধ্যে গত কয়েকদিন ধরে হঠাৎ মাছের মোড়ক দেখা দেয়।
মৎস্য চাষী আনিছুর রহমান জানান, আমরা প্রথমে বুঝতে পারেনি। পরবর্তী দেখা গেছে একে একে সকল মাছ মরে যাচ্ছে। তাই আমরা অসহায় হয়ে পড়ি। মরে যাওয়া মাছগুলোর মধ্যে রুই, কাতল, কার্গো ও তেলাপিয়া রয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান জানান, খবর পেয়ে আমরা পুকুর পরিদর্শনে যাই। গিয়ে দেখতে পেলাম এগুলো এক ধরণের ভাইরাস। তবে আমরা যাতে আর মাছ না মরে সেই ব্যবস্থা নিচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।