Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপিকেই দুষছেন অভিনয় শিল্পীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিল্লি সফরের দিন থেকেই রক্তাক্ত রাজধানী। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিংসা, রক্তপাত বন্ধ করার আর্জি জানিয়েছেন বহু বিশিষ্ট মানুষ। অনেকেই পুরো ঘটনার জন্য সরাসরি দায়ী করেছেন বিজেপিকে। এদের মধ্যে রয়েছেন কলকাতার অভিনয় শিল্পীরাও। দিল্লিতে যে বিদ্বেষের আগুন জ্বলছে, তার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন অভিনেতা কৌশিক সেন। হিংসা ও রক্তপাত বন্ধ করে শান্তির আহবান জানিয়েছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দিল্লিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তান্ডবে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার যেখানে নিহতের সংখ্যা ছিল ২৭, বৃহস্পতিবার বিকালে তা ৩৮-এ পৌঁছায়। আর শুক্রবার নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২। এরমধ্যে ২১ জনই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। হাসপাতাল সূত্রে প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা, আহতদের মধ্যে অনেকেই এখনও ঝুঁকিমুক্ত নয়। দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছেন অনেকে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ