Inqilab Logo

বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেট জেলা ও মহানগর বিএনপি খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০৮ পিএম

সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দেশনেত্রীর জামিন আবারো খারিজ করে দিয়ে সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার দেশনেত্রীর জামিন নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। এমন নিষ্ঠুর ও অমানবিক রাজনীতির জন্য আওয়ামীলীকে চরম মূল্য দিতে হবে। শনিবার বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর সোবহানীঘাট এলাকা থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে বন্দরবাজার পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোাগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও মহানগর সভাপতি নাসিম হোসাইন। বিক্ষোভ মিছিলে অংশ নেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, মহানগর সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, বিএনপি নেতা হাবিব আহমদ চৌধুরী শিলু, ডা: আশরাফ আলী, আফজাল উদ্দিন, আল মামুন খান, লল্লিক আহমদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালেক, আব্দুল লতিফ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা হেলাল আহমদ, এনামুল হক মাক্কু, সিরাজুল ইসলাম, শাহ মাহমুদ আলী, উজ্জল রঞ্জন চন্দ, কয়েস আহমদ সাগর, আজির উদ্দিন আহমদ, হাজী গোলজার, আমিনুর রহমান, শাহ আব্দুল মুকিত, শফিকুর রহমান টুটুল, সাব্বির আহমদ, এম মখলিছ খান, দেলোয়ার হোসেন রানা, দেলোয়ার হোসেন চৌধুরী, আক্তার হোসেন চৌধুরী, জিয়াউর রহমান দীপন, রফিকুল বারী নোমান, মারুফ আহমদ টিপু, যুবদল নেতা আখতার আহমদ, মঈনুল ইসলাম মঞ্জু, মিজানুর রহমান নেছার, কয়েস আহমদ, ফখরুল ইসলাম রুমেল, আলী আহমদ আলম, ওসমান গণি, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন রহীম, আব্দুল মালেক, শ্রমিক দল নেতা আব্দুর রহমান, লিটন মিয়া ও আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, এনামুল কবির সুহেল, সুহেল ইবনে রাজা, কামরান আহমদ, হুসাইন আহমদ, আলী আকবর রাজন, দুলাল রেজা, শেখ নজরুল ইসলাম ও ইবনে জাহান তানভীর প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

৬ সেপ্টেম্বর, ২০১৮
২২ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ