Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টি-টোয়েন্টি আসল ক্রিকেট নয়’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

পাঁচদিন থেকে একদিন কমিয়ে চারদিনের টেস্ট আয়োজনের প্রস্তাব করেছে আইসিসি। সেই প্রস্তাবে বিশ্বজুড়ে বর্তমান-সাবেক ক্রিকেটারদের হৈচৈ চলছেই। ম‚লত টেস্ট থেকে একদিন কমিয়ে বাড়তি টি-টোয়েন্টি ও ওয়ানডে আয়োজনের ইচ্ছা থেকেই এমন প্রস্তাব আইসিসির। ক্রিকেটের অভিভাবক সংস্থাটিকে সতর্ক করে নিউজিল্যান্ড গ্রেট স্যার রিচার্ড হ্যাডলি হুঁশিয়ারি দিয়েছেন, ‘টেস্ট বাদ দিয়ে বেশি বেশি টি-টোয়েন্টির দিকে ঝুঁকলে একদিন ক্রিকেটের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।’

ক্রিকেটের ছোট পরিসরের এই খেলাকে আসল খেলা মনতে নারাজ এই কিংবদন্তী, ‘খুব সম্ভবত বিশ্বজুড়ে বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হচ্ছে। আমি আশা করবো টি-টোয়েন্টিকে জড়িয়ে ধরে ক্রিকেট খেলাটা বেঁচে থাকার চেষ্টা করবে না। কারণ টি-টোয়েন্টি মানে আসল ক্রিকেট নয়, টেস্ট হল আসল ক্রিকেট।’ ক্রিকেটের ঐতিহ্য নষ্ট করে টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটকে বাঁচিয়ে রাখা যাবে না বলেও মত ৮৬ টেস্টে ৪৩১ উইকেট ও ৩,১২৪ রানের মালিক কিংবদন্তি অলরাউন্ডারের, ‘টেস্ট ক্রিকেট অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। এটাই ক্রিকেটের মূল ভিত্তি। আমাদের অবশ্যই পাঁচদিনের ক্রিকেটের যত্ন নিতে হবে। অবশ্যই টি-টোয়েন্টির উত্থান একটি বিপ্লব। তিন ফরম্যাটের ক্রিকেটকেই একসঙ্গে চলতে হবে। তবে টি-টোয়েন্টি একদিন বিশ্ব শাসন করবে এই বিষয়টা আমার অসহ্য মনে হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-টোয়েন্টি

১৪ নভেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ