বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বেলপুকুর রেলক্রসিং এলাকায় গতকাল সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, সকালে তারা রেললাইনে লাশ পড়ে থাকার খবর পান। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের ভাষ্যমতে, রেললাইন অতিক্রমকালে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামি বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ জানায়, রামেক মর্গে লাশের ময়না তদন্তশেষে লাশ রাজশাহী নগরীর হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হয়। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলাও হয়েছে। তারা নিহত ব্যক্তির ছবি তুলে রেখেছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।