Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লাহকে পেতে হলে বেশি বেশি ইবাদত করতে হবে

বার্ষিক মাহফিলে পীর ছাহেব চরমোনাই

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চরমোনাই দরবার শরীফের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের বয়ানে আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই বলেছেন, আল্লাহকে পেতে হলে, জান্নাত পেতে হলে বেশি বেশি ইবাদত করতে হবে। যে এবাদতের মধ্যে কষ্ট বেশি তার সওয়াবও তত বেশি। পীর সাহেব চরমোনাই আরও বলেন, শুধু মাহফিলে আসলেই হবে না, সার্বক্ষণিক জিকিরে-ফিকিরে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর সান্নিধ্য পেতে হলে সবার আগে ঈমানকে মজবুত করারও তাগিদ দেন তিনি।
পীর ছাহেব চরমোনাই বলেন, কলবে আল্লাহর জিকির ধারণ করতে হবে। দুনিয়ার আরাম-আয়েশ ভুলে গিয়ে জিকির এবং ঈমানের সঙ্গে চলাফেরা করার ওপর গুরুত্ব দিয়ে এর মাধ্যমেই আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভব বলে স্মরণ করিয়ে দেন তিনি।
গতকাল মাহফিলের বয়ানে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মুফতি সৈয়দ মো. আবুল খায়ের, মরহুম পীর সাহেবের খলিফা বরগুনার পীর ছাহেব মাওলানা আবদুর রশিদ, পীর সাহেব কারীমপুর আল্লামা নুরুল হুদা ফয়েজী ও পীর ছাহেব খুলনা প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলের আয়োজকরা জানান, এবার মুসল্লিদের জন্য মোট ৫টি মাঠে ১০ বর্গকিলোমিটার এলাকায় প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করছে পুলিশ, র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ছাত্র, শিক্ষক ও মুরিদান-মুহিŸŸন কাজ করছে। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¡াবধানে রয়েছে একটি দক্ষ মেডিকেল টিম। আগামীকাল সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের মাহফিল শেষ হবে। পীর ছাহেব চরমোনাই হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বাদ ফজর শেষ বয়ান ও নসিহত প্রদান শেষে মোনাজাত পরিচালনা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ