Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রাম বন্দর কলেজের আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (বৃহস্পতিবার) কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম।
চট্টগ্রাম বন্দর কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মহীদুল হাসান, সচিব মো. ওমর ফারুক। প্রধান অতিথি ছাত্রদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এরপর মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ ইতিহাস-ঐতিহ্য ও সমৃদ্ধির পথে বাংলাদেশ তুলে ধরা হয়। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ