রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
রাউজান উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে মেধাবৃত্তি ১৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা গত রোববার সকালে রাউজান মহিলা আলিম মাদ্রাসা হলরুমে উপজেলা মজিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মওলানা কাজী মোহাম্মদ ইউনুছ রেজভীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। এতে প্রধান বক্তা ছিলেনÑ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনে চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- আবুধাবী ইন্টারন্যাশনাল প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ রনি। উপস্থিত ছিলেনÑ জমিয়াতুল মোদার্রেছীনের কর্মকর্তা অধ্যাপক জাফর আহমদ, অধ্যক্ষ মওলানা আবুল হাসেম, অধ্যক্ষ মওলানা আবদুল মান্নান, আধ্যাপক নাছির উদ্দিন, মওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, মোহাম্মদ হারুনুর রশীদ, মওলানা হানিফ উদ্দিন, মওলানা শেহাবুল আলম, মওলানা হাফেজ আবদুল হাই, অধ্যাপক ওসমান, মাদ্রাসা প্রধানদের মধ্যে অধ্যক্ষ মওলানা সাফওয়ানুল করিম, অধ্যক্ষ মওলানা রফিক আহমদ ওসমানী, অধ্যক্ষ আমির আহমদ আনোয়ারী, উপাধ্যক্ষ সাইদুল আলম খাকী, অধ্যক্ষ হাফেজ শাহ আলম, সুপার আতাউল মোস্তফা, সুপার মাহাবুবুল আলম, সুপার মওলানা মুনছুর রেজভী, সুপার মওলানা হাফেজ আবু তাহের, সহকারী অধ্যাপক আল্লামা নুরুল মোনাওয়ার, মহিলা মাদ্রাসার শিক্ষক মওলানা জামাল উদ্দিন, সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক মোরশেদ হোসেন চৌধুরী, সাংবাদিক তৈয়ব চৌধুরী প্রমুখ। এতে রাউজানের সরকারি এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত ৩৩টি মাদ্রাসার প্রায় চার শতাধিক (৪র্থ ও ৭ম শ্রেণীর) ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরে আলোচনা শেষে মোট ৪র্থ শ্রেণীর ২৪ জন এবং ৭ম শ্রেণীর ২৪ জন ছাত্রছাত্রী সর্বমোট ৪৮ জনকে মেধাবৃত্তির সনদ ও জনপ্রতি ৪র্থ শ্রেণী ১২শ’ টাকা ও ৭ম শ্রেণী জনপ্রতি ১৮শ’ টাকার নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।