Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজরাট দাঙ্গার মডেল দিল্লিতেও

সহিংসতা রোধে নিষ্ক্রিয় প্রশাসন : মুসলমানরা টার্গেট : নিহত ২৮

মুহাম্মদ সানাউল্লাহ/ ইশতিয়াক মাহমুদ | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ভারতের রাজধানী দিল্লিতে চলছে টানা সংঘর্ষ। বেশীরভাগ ঘটনায় মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে। দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূচনা হয়েছিলো রোববার, যা পরে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয় বলে বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন। সংঘর্ষে এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় উসকানিমূলক ভাষণ দেয়ার জন্য তিন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

বিবিসি হিন্দির সংবাদদাতা ফয়সাল মোহাম্মদ আলী জানিয়েছেন, সহিংসতা হয়েছে মূলত উত্তর-পূর্ব দিল্লিতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে। এসব এলাকার সড়কগুলো এখন অনেকটা ধ্বংসস্ত‚পের মতো রূপ নিয়েছে, রাস্তায় পুড়ছে যানবাহন, উড়ছে ধোঁয়া। তিনি আংশিক পুড়ে যাওয়া মসজিদ দেখেছেন, যেখানে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কুরআনের পাতা। আরেকটি মসজিদেও হামলা হয়েছে মঙ্গলবার বিকেলে। ব্যাপক প্রচার হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একদল লোক মসজিদের মিনারে উঠছেন। সংঘর্ষ হওয়া এলাকাগুলো দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তের কাছে। সাংবাদিকসহ অনেকেই টুইট করেছেন এই বলে যে হামলাকারীরা তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে। একজন ফটো সাংবাদিক বলেছেন, তাকে তার প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে বলা হয়েছিল।

হাই প্রোফাইল নেতাদের উপস্থিতিতেই চার দিন ধরে রাজধানীর বুকে শহরের একটা অংশে এমন হিংসাত্মক ঘটনা চলছে, অথচ পুলিশ তা নিয়ন্ত্রণে কার্যত ব্যর্থ। সেখানে অগ্নিসংযোগ, গুলি, বাড়িতে ঢুকে হামলা, বাদ নেই কোনও কিছুই। এখানেই অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি পুলিশের এই ‘অপারগতা’ পরিকল্পিত? ঠিক যেমন অভিযোগ উঠেছিল ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময়। কার্যত ‘নিষ্ক্রিয়’ থেকে বাড়তে দেয়া হয়নি তো দিল্লির সংঘর্ষ? এমন প্রশ্ন উস্কে দিয়েছেন বিরোধীরা। কেউ সরাসরি, কেউ ইঙ্গিতে।

এনসিপি নেতা নবাব মালিক সরাসরিই গুজরাত দাঙ্গার প্রসঙ্গ টেনে এনেছেন। তার বক্তব্য, ‘গত কয়েক দিন ধরে দিল্লিতে সংঘর্ষ চলছে। পুলিশ সেখানে নীরব দর্শক। রাজধানী শহরে কেন এটা হবে? দিল্লিতেও ২০০২ সালে গুজরাত দাঙ্গার মডেল চলছে।’ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘প্রশ্ন উঠছে, অমিত শাহ এমন নির্দেশ দেননি তো যে, কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ব্যবস্থা না নেন এবং পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ না করতে পারে, তা হলে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে।’

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অবশ্য নাম করেননি। তবে দিল্লির সংঘর্ষের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। সংঘর্ষ এত বড় আকার নেয়ার দায় ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শাসক দল বিজেপির দিকে। পুলিশ-প্রশাসন কেন আগে থেকে সক্রিয় হয়নি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী করছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখেও কেন আগে থেকে আধাসেনা ডাকা হল না, এমন সব প্রশ্ন তুলেছেন।

রাজনীতির এই বিতর্কে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, পুলিশ আগে থেকে আরও সক্রিয় হলে দিল্লির সংঘর্ষের পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না। বরং আগেভাগেই সামলে নেয়া যেত। গুজরাত দাঙ্গায় যে অভিযোগ ছিল, দিল্লির পুলিশ-প্রশাসনকেও একই অভিযোগে কাঠগড়ায় তুলছেন পর্যবেক্ষকদের একটা অংশ। কেন সেনা নামানো হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীন। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত শাহের উপর। মনে রাখতে হবে, ২০০২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সময় গুজরাতে মোদির মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপুর্ণ সদস্য ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাকতালীয়। তবে অনেকের মনেই ২০০২ সালের গুজরাতের সেই প্রেক্ষাপট ভেসে উঠছে।

কী হয়েছিল সেই সময়? ওই বছর ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরায় সবরমতি এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই ট্রেনে অযোধ্যা থেকে ফিরছিলেন করসেবকরা। জলন্ত দগ্ধ হয়ে মারা যান ৫৮ জন করসেবক। সেই ঘটনার পর থেকেই গোটা গুজরাত জুড়ে শুরু হয় হিন্দু-মুসলিম সংঘর্ষ। প্রায় তিন মাস ধরে চলে হামলা, অগ্নি সংযোগ, হত্যালীলা। সরকারি হিসেবেই মৃত্যু হয়েছিল ১০৪৪ জনের, নিখোঁজ ছিলেন ২২৩ জন। আহত প্রায় আড়াই হাজার। নিহতদের মধ্যে ৭৯০ জন ছিলেন মুসলমান। হিন্দু সম্প্রদায়ের ২৫৪ জন।

পরবর্তী কালে অভিযোগ উঠেছিল, সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি দাঙ্গা নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা তো নেনইনি, উল্টে প্রচ্ছন্ন মদত দিয়েছিলেন দাঙ্গায়। পুলিশ-প্রশাসনের কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেননি। এমন অভিযোগও ওঠে যে, সরকারি কর্মকর্তারাই মুসলিমদের বাড়িঘর, সম্পত্তির তালিকা তুলে দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে। সেই অভিযোগের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০১২ সালে সেই সিটের রিপোর্টে ক্লিনচিট দেয়া হয় মোদিকে। পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয় থাকার অভিযোগও খারিজ করে দেয় সিট। গুজরাত দাঙ্গা থেকে হাত ধুয়ে ফেলেন মোদি-অমিত শাহরা।

কিন্তু দিল্লির সংঘর্ষে ফের ফিরে এসেছে সেই প্রশ্নই। এনসিপির নবাব মালিক যেটা সরাসরি ‘গুজরাত দাঙ্গা’র উল্লেখ করে বলেছেন, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই সেই প্রশ্ন তুলছেন আকারে ইঙ্গিতে। প্রকাশ্যে না হলেও অন্তত ঘনিষ্ঠ মহলে আলোচনা চলছে তেমনটাই।

গুজরাত দাঙ্গার সময়কার সেই প্রশাসনকে ‘নিস্ক্রিয়’ করে রাখার অভিযোগ মানেন না অভিযুক্তরা। দিল্লির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সোনিয়ার অভিযোগের পাল্টা হিসেবে বলেছেন, ‘এই সময় সব রাজনৈতিক দলের এক সঙ্গে কাজ করা উচিত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য। রাজনীতি করা উচিত নয়।’ অমিত শাহ যে দিল্লির সংঘর্ষে ‘নিষ্ক্রিয়’ নন, বরং ‘সক্রিয়’ সেটা বোঝাতে তিনি বলেছেন, মঙ্গলবারও স্বরাষ্ট্রমন্ত্রী সর্বদল বৈঠক করেছেন। পুলিশ প্রশাসনের মনোবল বাড়াতে ‘ভোকাল টনিক’ দিয়েছেন।

অন্য দিকে, বুধবার দিল্লি হাইকোর্ট উসকানিমূলক ভাষণ দেয়ার জন্য তিন বিজেপি নেতার (কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, প্রবেশ বর্মা) বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। দিল্লির সহিংতার ঘটনায় মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল দুপুর পর্যন্ত আদালতের শুনানি হয়। শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশকে চূড়ান্ত ভর্ৎসনা করে বিচারপতি এস মুরলীধর রাও এবং তালওয়ান্ত সিংয়ের ডিভিশন বেঞ্চ। স‚ত্র: বিবিসি, টিওআই।



 

Show all comments
  • Nazirul Islam ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    আন্দোলন খুব স্বাভাবিক কারণেই পছন্দ নয় নরেন্দ্র মোদীর। তার ওপর সেই প্রতিবাদ যদি হয় মুসলমানদের। তবে তাঁর বা অন্য কারও পছন্দ হোক বা না হোক, এ কথাটা সত্যি যে এটা তো মুসলমানদেরই লড়াই। এ লড়াই তাঁদেরই লড়তে হবে। মুসল‌মানরাই লড়ছেন। দেওয়ালের লেখা সঠিকভাবে পড়ে ভারতীয় মুসলমানরা আজ নিজের প্রতিবাদ নিজে করার সংকল্প নিয়ে পথে বেরিয়েছেন। তাঁদের অধিকার রক্ষার লড়াইটা অন্য কেউ লড়ে দেবে, সেই ভরসায় আর বসে নেই মুসলমান।
    Total Reply(0) Reply
  • Chowdhury Haque Manjurul ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    দুই পক্ষের মধ্যে কিছু হলে সেটাকে দাঙ্গা বলা হয়,কিন্তু এখানে একপক্ষ হামলা করছে, তাই বলতে হবে গনহত্যা, ইনশাআল্লাহ সহসাই ইসলাম বিজয়ী হবে।।
    Total Reply(0) Reply
  • Sarkar Anwar ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৫ এএম says : 0
    আল্লাহ তায়ালা বলেন, "জালেমরা যা করছে সে সম্পর্কে তোমরা আল্লাহকে উদাসীন ভেবো না, তিনি তাদের ছাড় দিয়ে যাচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখগুলো সব আতঙ্কে বড় বড় হয়ে যাবে। " (সূরাহ ইবরাহীম, আয়াত : ৪৩)
    Total Reply(0) Reply
  • Habib Rahman ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৫ এএম says : 0
    হে আল্লাহ তায়া’লা,স্বীকার করছি আমরা ভুল করেছি। আমাদের মা'ফ করেন। মুসলমানদেরকে কাফেরদের উপর বিজয় দান করেন।
    Total Reply(0) Reply
  • Kamal Pasha Jafree ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৫ এএম says : 0
    এয়া আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করুন আর হেদায়েত নসিব না হলে আপনার গজব নাজিল করুন তাদের উপর এবং মুসলিমদেরকে আপনার রহমত দিয়ে হেফাজত ও সাহায্য করুন ,আমিন।
    Total Reply(0) Reply
  • Abdur Rahim ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৬ এএম says : 0
    চীন ও মুসলমানদের উপর অনেক অত্যাচার করে আসছিল এবং মসজিদ গুলো বন্ধ করে দিচ্ছিল সেই সাথে নতুন করে কোরান শরিফ লেখার ঘোষণা করেছিল তারপর এখন চীনের অবস্থা।।।। ওরা চীনের বর্তমান অবস্থা খেয়াল করেনি বা উপলব্ধি করেনি তাই এমন করছে। নিশ্চয়ই আল্লাহ এর উপযুক্ত বিচার করবেন ইনশাআল্লাহ। অতি শীগ্রই তোদের কৃতকর্মের ফল তোরা পাবি,নিশ্চয় আল্লাহ কোরআন এবং মুসলিমদের হেফাজত কারি। আমাদের মুসলিম ধর্মে সরাসরি বলা আছে,অন্যের ধর্মে আঘাত করা যাবেনা।তবে বাঁধ ভেঙ্গে গেলে কেউ ছাড় পাবে না। আল্লাহ তায়ালা বলেন: ولاتهنوا ولا تحزنوا و أنتم الاعلون ان كنتم مؤمنين "তোমরা হীনবল হয়ো না, চিন্তিত হয়ো না। যদি তোমরা মুমিন হও বিজয় তোমাদেরই হবে।" সূরা আলে ইমরান, আয়াত:১৩৯
    Total Reply(0) Reply
  • Ronydeb Nath ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৬ এএম says : 0
    সরকার যদি সাম্প্রদায়িক হয়, তার ফল যে ভাল হয় না, তার উৎকৃষ্ট উদাহরন " বর্তমান ভারত ও ভারতে উগ্রবাদী মোদী সরকার "
    Total Reply(0) Reply
  • Soelle Cse ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৬ এএম says : 0
    তোমার দেশে অসহায় দুর্বল মানুষগুলোর উপরে যেভাবে আজ অত্যাচার করলে তৈরি থেকো এর থেকেও কঠিন ভাবে তোমাদের গলায় বেড়ি বেঁধে নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • Jahedul Islam Roney ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৭ এএম says : 0
    অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি,যখন তারা জুলুমে লিপ্ত ছিলো। সুরা-ইউনুস__আয়াত (১৩)
    Total Reply(0) Reply
  • Ahmed Saleh ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৭ এএম says : 0
    আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ মুসলমানদের কে হেফাজত করুন আমিন। হিন্দু বাসি কেন এই অত্যাচার করতেছে এর বিচার আপনি করুণ আমিন।য়ে য়ত বাড়বে এর পরিনিতি তত ভয়ংকর হবে আল্লাহর গজব আসবে।
    Total Reply(0) Reply
  • Shak Md Naser ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৭ এএম says : 0
    আগে গুজরাট দাঙ্গা লাগায়েছে এখন পুরো ভারতবর্ষে দাঙ্গা লাগাবে সাবাস মোদি, ক্ষমতায় থাকার জন্য তোমরা কত কিছুই না করতে পারো।
    Total Reply(0) Reply
  • Nurul Anwar ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ২:২১ এএম says : 0
    Mohan Allah pak amader muslim bhai -bon der ke omuslim der ottachar, julom teke hefajoth koron, amin.
    Total Reply(0) Reply
  • habib ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩০ এএম says : 0
    Modi should learn from China corona virus exactly what happens in China. almighty Allah given punish to Feraun. Nomrud. Abraham. coz this guys are cross the line....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ