Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানী উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা

ইন্দুরকানী (পিরোজপুর ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ইন্দুরকানীতে উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনে তিনদিন পর গত সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে অ্যাড. এম মতিউর রহমানকে সভাপতি ও মো. মনিরুজ্জামান সেলিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, জেলা আ.লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা আ.লীগে সাধারণ সম্পাদক আ. হাকিম হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি ও মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আ.লীগ সহ-সভাপতি, মো. শাহজাহান খান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা আ.লীগ ও পিরোজপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জেলা আ.লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা আ.লীগ নেতা ফিরোজ শেখ, মো. আশ্রাফুল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ