Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক ২৯ ফেব্রচয়ারি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক অনুষ্ঠিত হবে ২৯ ফেব্রচয়ারি। এ নিয়ে চলছে সমিতির ব্যাপক আয়োজন। এবার পিকনিক অনুষ্ঠিত হবে গাজীপুর মেঘবাড়ী রিসোর্টে। ইতোমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শিল্পীদের রিহার্সেল শুরু করা হয়েছে। এফডিসিতে এ রিহার্সেল অনুষ্ঠিত হচ্ছে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, নবীন-প্রবীণ চলচ্চিত্র শিল্পীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হবে পিকনিক স্পট। সেখানে হাজির থাকবেন নায়ক-নায়িকারা। চলতি মাসের ২৯ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ পিকনিক। এ বছরের পিকনিকে সর্বাধিক শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন শিল্পী সমিতির এ নেতা। বিশেষ করে সিনিয়র শিল্পীদের অংশগ্রহণের ব্যাপারে বেশি গুরুত্ব দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ